
বাংলাদেশ আওয়ামী যুবলীগ বগুড়া জেলা শাখার সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু এক যুক্ত বিবৃতিতে বলেন, ৪ আগষ্ট ২০১৭ ইং তারিখে দৈনিক কালের কন্ঠ পত্রিকার প্রথম পাতায় ‘মোহন-মতিন বিরোধে ধুকছে বগুড়ার আওয়ামী লীগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিদাতারা বলেন, প্রকাশিত প্রতিবেদনে ভুল মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করে বগুড়া জেলা যুবলীগকে হেয় প্রতিপন্ন করার জন্য একপেষে মানসিকতার বহি:প্রকাশ ঘটেছে তা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা তথা গণমাধ্যমের প্রকৃত রীতি বিরুদ্ধ। উক্ত সংবাদে বগুড়া শহরে দখল টেন্ডারবাজি, চাঁদাবাজী ও মাদক ব্যবসার অবৈধ আয় নিয়ে বগুড়া জেলা যুবলীগের দুইপক্ষের যে দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে তা প্রকৃতপক্ষে সত্য নয়। বগুড়া জেলা যুবলীগকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা এবং বগুড়া জেলা যুবলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহনকে উদ্দেশ্যপ্রনোদিতভাবে আক্রমন করে হেয় প্রতিপন্ন করা হয়েছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক, নিন্দনীয়। এটা মঞ্জুরুল আলম মোহন ও জেলা যুবলীগকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার সুদূর প্রসারী হীন চক্রান্ত। এর মাধ্যমে সন্ত্রাস, জুয়া, চাঁদাবাজী ও মাদক বিরোধী অবস্থান দূর্বল করার চেস্টা করা হয়েছে কারণ মঞ্জুরুল আলম মোহনের সার্বিক নির্দেশনায় বগুড়া জেলা যুবলীগ এসব অপকর্মের বিরুদ্ধে রাজপথে সোচ্চার আন্দোলন অব্যহত রেখেছে, যা বগুড়াবাসীর অবগত। অথচ উক্ত প্রতিবেদনে প্রকৃত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের আড়াল করা হয়েছে।
মাসের পর মাস ধরে বাণিজ্য মেলার আড়ালে জুয়া, মাদক ব্যবসার মাধ্যমে অসৎ পন্থায় কালো টাকা কারা উপার্জন করেছেন, জেলার বিভিন্ন স্থানে মেলার উদ্বোধন এবং পরবর্তীতে সেখানে জুয়ার আসরের নেপথ্যে থেকে কারা কলকাঠি নেড়েছে তা বগুড়াবাসী জানে। এসব মেলার আয়োজক ও পৃষ্ঠপোষক কারা তা সবাই অবগত, তারাই সুবিধাভোগী।
প্রতিবেদনে শহর যুবলীগের বহিস্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক মতিন সরকারকে জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে উল্লেখ করা হয়েছে, একই প্রতিবেদনে উজ্জল হত্যা মামলায় মঞ্জুরুল আলম মোহনের বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানার কথা বলা হয়েছে তা আদৌ সত্য নয়। বরং একজন প্রতিষ্ঠিত রাজনীতিবীদের জন্য অত্যন্ত অসম্মানজনক ও মানহানিকর। উক্ত সংবাদে আব্দুল মান্নানকে যুবলীগ নেতা হিসেবে উল্লেখ করা, প্রতিবেদকের দায়িত্বহীনতা যা অত্যন্ত দু:খজনক। বগুড়া শহরে বিভিন্ন হত্যাকান্ডের দায় যুবলীগের উপর চাপিয়ে প্রতিবেদক যে একতরফা ভিত্তিহীন তথ্যকে প্রতিষ্ঠিত করার অপচেস্টা চালিয়েছেন তা চরম নিন্দনীয়। সংবাদে যুবলীগের বিরোধে বিভিন্ন হত্যাকান্ডের কথা উল্লেখ করা হয়েছে যা আদৌ সত্য নয়। বগুড়া শহর যুবলীগ কর্মী রিপন, গাবতলীতে যুবলীগনেতা তারিক বিএনপির সন্ত্রাসীদের দ্বারা নিহত হয়েছে। আরো কয়েকটি হত্যাকান্ড এলাকা ভিত্তিক বিরোধের কারণে সংগঠিত হয়েছে, সেখানে দলীয় কোন বিষয় জড়িত নয়। মূলত যুবলীগকে সাংগঠনিকভাবে দূর্বল ও মঞ্জুরুল আলম মোহনের রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুন্ন করার অপচেস্টা হয়েছে সংবাদ প্রকাশের মাধ্যমে।
এছাড়া পত্রিকায় বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম ডাবলুর উদ্বৃতি দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সঠিক নয়। প্রতিবেদক আমিনুল ইসলাম ডাবলুর বক্তব্য না নিয়েই প্রতিবেদনে তার নামে সংবাদ প্রকাশ করেছে যা কোনভাবেই সাংবাদিকতার রীতি হতে পারে না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বগুড়ার যুবলীগ কাজ করে যাচ্ছে। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়ায় যুবলীগ অত্যন্ত শক্তিশালি ও সুসংগঠিত, এখানে কোন বিরোধ নেই। যুবলীগ সমাজবিরোধি সকল অপকর্মের বিরুদ্ধে সর্বদা সোচ্চার রয়েছে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বগুড়া জেলা যুবলীগ যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে। তাই সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানাচ্ছি।- বিজ্ঞাপন।