কুড়িগ্রামে বিরল প্রজাতির বনরুই উদ্ধার
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বলদিয়া ইউনিয়নের কাশিম বাজার এলাকায় আব্দুর রশীদের বাড়ী থেকে একটি বিরল প্রজাতির বনরুই উদ্ধার করেছে পুলিশ কচাকাটা থানা পুলিশ।
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানা পুলিশ অভিযান চালিয়ে বনরুইটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। সন্দেহ করা হচ্ছে আন্তর্জাতিক দুর্বৃত্ত চক্রের সাথে জড়িত আব্দুর রশীদ ভারত থেকে বনরুইটি এনে অন্য কোন জায়গায় পাঁচার করার পরিকল্পনা করেছিল। অভিযানের সময় রশীদ বসড়িতে না থাকায় তাকে আটক করা যায় নি।
বনরুইটি অবমুক্ত করতে বনবিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে। তবে এ ব্যাপারে কোন মামলা হয়নি। বিরল বনরুইটি দেখতে উৎসুক জনতা থানায় ভীর করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কচাকাটা থানার অফিসার ইনচার্জ ফারুক খলিল জানান, বনরুইটি সুস্থ্য আছে। বন বিভাগের সাথে কথা বলেছি তাদের মাধ্যমে অবমুক্ত করা হবে বনরুইটি।