রংপুরে আনসার ভিডিপির দায়িত্ব নিলেন নয়া জেলা কমান্ড্যান্ট জিয়াউর রহমান

২৬ মে সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুরের নয়া জেলা কমান্ড্যান্ট মোঃ জিয়াউর রহমান যোগদান করেন। এর আগে তিনি আনসার ভিডিপির শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট হিসেবে নিয়োজিত ছিলেন। সম্প্রতি তিনি বদলী হয়ে রংপুরে আসেন। তিনি ২৭তম বিসিএস ক্যাডার (আনসার) হিসেবে ২০০৮ সনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সহকারী জেলা অ্যাডজুটান্ট পদে প্রথম যোগদান করেন এবং পরে ২০১৭ সনে জেলা অ্যাজুটান্ট হিসেবে তিনি পদোন্নতি লাভ করেন।
এ বাহিনীতে যোগদানোত্তর বগুড়া ও রংপুর জেলা, ২২ আনসার ব্যাটালিয়ন এবং আনসার ভিডিপি একাডেমীসহ তিনি বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্ব অতি দক্ষতা ও সুনামের সহিত পালন করেন। তিনি ২০১৪ সনে গাজীপুরে র্যাব-১ এ কর্মকালীন তার সততা ও নিষ্ঠার সাথে কৃতিত্বপূর্ন কাজের স্বীকৃতি স্বরূপ ডিজি এওয়ার্ড প্রাপ্ত হন।