প্রকাশিত : ১৮ জুন, ২০১৯ ২০:১৭

পোরশায় দুর্যোগ সহনশীল জীবিকায়নে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি
পোরশায় দুর্যোগ সহনশীল জীবিকায়নে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

নওগাঁর পোরশায় দুর্যোগ সহনশীল জীবিকায়নে দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কারিতাস রাজশাহী অঞ্চলের সামর্থ্য প্রকল্পের আয়োজনে ৯দিন ব্যাপি প্রশিক্ষণে সভাপতিত্ব করেন  গাঙ্গুরিয়া ইউপি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক।আজ মঙ্গলবার প্রশিক্ষনের সমাপনী দিনে প্রশিক্ষক হিসাবে উপস্থিত থেকে প্রর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. সফিউল আলম ও উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী। প্রশিক্ষনে কো-অর্ডিনেটর হিসাবে উপস্থিত ছিলেন সংস্থার জুনিয়র প্রগ্রাম অফিসার ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংবাদিক ডিএম রাশেদ। উক্ত প্রশিক্ষনে গাঙ্গুরিয়া ইউপির ৯টি ওয়ার্ড থেকে ৩০জন করে মোট ২৭০জন উপকারভোগী কৃষক-কৃষানীগন অংশগ্রহন করেন।

উপরে