হয়রানি ও দুর্নীতির শিকার হলে অভিযোগ নিয়ে ভুক্তভোগীদের হাজির হওয়ার আহ্বান

আগামী ৪ জুলাই পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে গণশুনানির আয়োজন করেছে দুদক। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি দমন কমিশন ওই গণশুনানির আয়োজন করবে। গণশুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম। সরকারি সকল দপ্তরের সেবা পেতে হয়রানি বা দুর্নীতির শিকার হলে গণশুনানিতে ভুক্তভোগীদের প্রমাণসহ ৩ জুলাই’র মধ্যে সরকারি অডিটোরিয়ামে কন্ট্রোল রুমে অভিযোগ নিয়ে হাজির হওয়ার আহ্বান জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় প্রেসকাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই আহ্বান জানান দুদকের দিনাজপুর সমন্বিত আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা। তারা জানান, পুলিশ, বিআরটিএ, বিদ্যুৎ, স্বাস্থ্য, ভূমি, সাব রেজিস্ট্রি, সেটেলমেন্ট, পাসপোর্ট, ত্রাণ ও পুনর্বাসন, খাদ্য, এলজিইডি, আয়কর, কাস্টমস, শিক্ষা, সমাজসেবা, খাদ্য, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত, সড়ক ও জনপথ, বন, মৎস, পৌরসভা, উপজেলা প্রশাসন ও জেলা হিসাব রক্ষণ অফিসসহ যে কোন সরকারি অফিসে সেবা পেতে হয়রানি বা দুর্নীতির শিকার ভুক্তভোগীরা অভিযোগ করতে পারবেন। সবার সামনেই গণশুনানির মাধ্যমে অভিযোগের নিষ্পত্তি করা হবে।
এ সময় দুর্নীতি দমন কমিশনের দিনাজপুর সমন্বিত আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা মোহাম্মদ আশিকুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটি পঞ্চগড়ের সভাপতি আবু জেকের, জেলা পরিষদের সদস্য ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আখতারুন্নাহার সাকী, পঞ্চগড় প্রেসকাবের সভাপতি সফিকুল আলম ও সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু বক্তব্য দেন। মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।