বগুড়া মেডিকেলে চিকিৎসকদের নিয়ে উচ্চ রক্তচাপের উপর ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগে উচ্চ রক্তচাপের উপর ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের কনফারেন্স রুমে হাইপারটেনশন এন্ড রিসার্স সেন্টার, রংপুর এর উদ্যেগে আয়োজিত ওয়ার্কশপে চিফ ফ্যাসিলিট্যাটোর হিসেবে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ এম এ জলিল চেীধুরী, চিফ কো-অরডিনেটর হিসেবে ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক বিভাগীয় প্রধান (মেডিসিন) এবং হাইপারটেনশন এন্ড রিসার্স সেন্টার, রংপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ মোঃ জাকির হোসেন।
ওয়ার্কশপ উদ্বোধন করেন অত্র মেডিকেল কলেজের অধ্য অধ্যাপক ডাঃ এম এ খান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন উপাধ্য ডাঃ মোঃ রেজাউল আলম জুয়েল ও হাসপাতলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মোঃ গোলাম রসুল।মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মনিরুজ্জামান আশরাফ ও সহকারী রেজিস্ট্রার ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হকের পরিচালনায় ওয়ার্কশপে অধ্যাপকবৃন্দ হাইপারটেনশনের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করেন যা বিভিন্ন ধরনের উচ্চ রক্তচাপের রোগীদের উন্নত চিকিৎসাসেবা দিতে অত্যন্ত সহায়ক হবে।
উক্ত ওয়ার্কশপে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ, টিএমএসএস মেডিকেল কলেজের কার্ডিওলোজী ও মেডিসিন বিশেষজ্ঞ, অত্র কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও মিডলেভেল চিকিৎসক কর্মকর্তাবৃন্দ, উপস্থিত ছিলেন।

ষ্টাফ রিপোর্টার