প্রকাশিত : ১৭ জুলাই, ২০১৯ ২১:১৮

কাহালুর কল্যাপাড়া মাদ্রাসার প্রায় অর্ধ কোটি টাকা আত্মাসৎ এর অভিযোগে অধ্যক্ষ সহ ৮ জনের বিরুদ্ধে মামলা

কাহালু (বগুড়া) প্রতিনিধি
কাহালুর কল্যাপাড়া মাদ্রাসার প্রায় অর্ধ কোটি টাকা আত্মাসৎ এর অভিযোগে অধ্যক্ষ সহ ৮ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ার কাহালুর কল্যাপাড়া আনোয়ারুল উলুম সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার প্রায় অর্ধ কোটি টাকা আত্মাসৎ এর অভিযোগে সাময়িক বরখাস্ত অধ্যক্ষ নজরুল ইসলাম সহ ৮ জনের বিরুদ্ধে বগুড়া জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন অত্র মাদ্রাসার গভনিং বডির সভাপতি ইউনুস আলী মন্ডল। মামলা নং সিআর ১৪৫/২০১৯ (কাহালু), তাং ২৭/০৬/১৯ইং। মামলা সূত্রে জানা যায় গত০১/০১/২০১২ইং হতে ০১/০৭/২০১৯ইং তারিখ পর্যন্ত বিভিন্ন সময়ে মাদ্রাসার মালিকাধীন ১৮.৭৪৫০ একর আবাদী জমি পত্তন করে ৪৭ লক্ষ  ৫০ হাজার ৪ শত ৭১ টাকা মাদ্রাসার ব্যাংক হিসাব নম্বরে জমা না দিয়ে ১ নং আসমাী সাময়িক বরখাস্ত অধ্যক্ষ নজরুল ইসলাম এর যোগসাজসে মামলার অন্যান্য আসামীরা টাকা আত্মাসৎ করেন। মাদ্রাসার গভনিং বডির ১ নং আসমাী সহ অন্যান্য আসামীকে আত্মাসৎকৃত টাকা মাদ্রাসার ব্যাংক হিসাব নম্বরে জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন। মাদ্রাসার গভনিং বডির কাছে মামলার ১ নং আসমাী সহ অন্যান্য আসামীরা লিখিতভাবে আত্মসৎকৃত টাকা জমা দেওয়ার অঙ্গীকার করলেও তারা জমা দেননি। টাকা জমা না দেওয়ায় গভনিং বডি গত ১৩/০৬/১৬ইং তারিখের সভায় সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রথমে মহামান্য হাইকোট ও গত ২০/০৬/১৯ইং তারিখে সুপ্রিমকোট  অধ্যক্ষ নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত বহাল রেখে মাদ্রাসার সকল কার্যক্রম পরিচালনা করার জন্য গভনিং বডির সভাপতি ইউনুস আলী মন্ডল ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশিদকে নির্দেশ দিয়েছেন। কাহালুর কল্যাপাড়া আনোয়ারুল উলুম সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সাময়িক বরখাস্ত অধ্যক্ষ নজরুল ইসলাম এর সাথে কথা বলা হলে তিনি মাদ্রাসার অর্থ আত্মাসাৎ এর কথা অস্বীকার করেন।  উল্লেখ্য যে, ইতিপূর্বে বগুড়া সদরের নামুজা শাহ সুফী ইব্রাহীম সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে নজরুল ইসলাম কর্মরত থাকা অবস্থায় ব্যাপক দূর্নীতির অভিযোগে অত্র মাদ্রাসার গভনিং বডি তাকে স্থায়ী ভাবে বরখাস্ত করেছিলেন। স্থায়ী ভাবে বরখাস্ত হওয়ার পর ২০০৬ইং সালে কাহালুর কল্যাপাড়া আনোয়ারুল উলুম সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।

উপরে