জয়পুরহাটে গরু ব্যবসায়ীর সাড়ে ৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে মলম পার্টি, আটক ১

জয়পুরহাট শহরের নতুনহাটে আন্তঃজেলা মলমপার্টির সদস্যরা মলম মাখিয়ে অজ্ঞান করে ঢাকার এক গরু ব্যবসায়ীর কাছ থেকে নগদ সাড়ে ৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আন্তঃজেলা মলমপার্টির সদস্য দোলোয়ার হোসেন (৬৫) নামে একজনকে আটক করেছে সদর থানা পুলিশ। আটককৃত মলমপার্টির সদস্য দোলোয়ার হোসেন পাবনা জেলার চাটমোহন উপজেলার ধানভিলা মৃত কাদির হোসেনের পুত্র।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান জানান, ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ উপজেলার সুভাড্ডা উত্তরপাড়া গ্রামের মৃত মোসলেম হাওলাদারের পুত্র আক্কাস হাওলাদার গরু কিনতে জয়পুরহাট শহরের নতুনহাটে। এরপর শনিবার বেলা ১০টার দিকে নতুনহাট জামে মসজিদে গরু ব্যবসায়ী আক্কাস হাওলাদার একটু বিশ্রাম করছিল। এমন সময় আন্তঃজেলা মলম পার্টির কয়েকজন সদস্য পায়জামা-পাঞ্জাবী ও টুপি পরে তার কাছে গিয়ে বিশ্রাম করে। এ সময় মলম পার্টির সদস্যরা কৌশলে চোখের সামনে তাদের মলম ছোয়ালে গরু ব্যবসায়ী আক্কাস অজ্ঞান হয়ে ঘুমিয়ে পরে। গরু ব্যবসায়ীর কাছে থাকা লুঙ্গি থেকে ২ লাখ এবং ব্যাগ থেকে আড়াই লাখ টাকা মোট সাড়ে ৪ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ জয়পুরহাট শহরের সাড়াশি অভিযান চালিয়ে হোটেল আল জসিম-১ থেকে মলম পার্টির সদস্য দোলোয়ার হোসেনকে আটক করে।
এদিকে নতুনহাটের হাট ইজারাদার জানান, আসন্ন কোরবারীর পশুর হাটে গরু ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা বাড়ানোর জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।