গোবিন্দগঞ্জ এপেক্স ক্লাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার কুটিবাড়িতে এপেক্স ক্লাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথী ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এপেক্সিয়ান জননেতা আব্দুল লতিফ প্রধান।বিশেষ অতিথি ছিলেন এপেক্স ক্লাব জেলা-৭ এর গর্র্ভনর গাইবান্ধা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জননেতা এপেক্সিয়ান খন্দকার জাহাঙ্গীর আলম। শনিবার বিকেলেে এ ত্রান বিতরন কালে অন্যান্যের মধ্যে ৬ নং ওয়ার্ড কাউন্সিলর রিমন তালুকদার, মহিলা কাউন্সিলর মারুফা আক্তার, গোবিন্দগঞ্জ এপেক্স ক্লাবের সভাপতি এপেক্সিয়ান শাহারুল ইসলাম টিটু,সাধারণ সম্পাদক এপেক্সিয়ান আসাদুজ্জামান উল্লাস, এপেক্সিয়ান মনোয়ার হোসেন রাজু, এপেক্সিয়ান সুজন কর, এপেক্সিয়ান বাবলু. এপেক্সিয়ান জিল্লুর রহমান সরকার, এপেক্সিয়ান মোস্তফা, এপেক্সিয়ান মিজানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রায় ৩০০ পরিবারে মাঝে ত্রান হিসাবে মুড়ি,চিড়া,লবন,আটা,চিনি দেয়া হয়।