প্রকাশিত : ২৩ আগস্ট, ২০১৯ ১৬:২৮

শেরপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

বগুড়ার শেরপুর উপজেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যেদিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার উপজেলা পূজা উদযাপন পরিষদ ও জগন্নাথ মন্দির কমিটির উদ্যোগে দিনব্যাপি নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা, উলু ও শঙ ধ্বনি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে সকাল ১০টায় শহরের শ্রী শ্রী জগন্নাথ মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে এসব কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু, শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. খাদিজা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, শামীম ইফতেখার শামীম।

এছাড়া অন্যদের মধ্যে জগন্নাথ মন্দির কমিটির সভাপতি সমির কুন্ডু, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার, সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু, জাতীয় হিন্দু মহাজোটের নেতা প্রকাশ সরকার, মন্দির কমিটির নেতা অপরেশ বসাক, রঘুনাথ মুর্খাজী, প্রদীপ কুন্ডু প্রমুখ বক্তব্য রাখেন। এসব কর্মসূচিতে হিন্দুসম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ অংশ নেন। শেষে ধর্মীয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

উপরে