প্রকাশিত : ২৩ আগস্ট, ২০১৯ ১৭:১৪

কৃষি ও কৃষক ধংসের চক্রান্ত রূখতে হবে

প্রেস বিজ্ঞপ্তি
কৃষি ও কৃষক ধংসের চক্রান্ত রূখতে হবে

কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির বর্ধিতসভায় কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক  সুকান্ত শফি চৌধুরী কমল বলেন কৃষি ও কৃষক ধংসের চক্রান্ত রূখতে হবে।

বাংলাদেশ কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির বর্ধিতসভা আজকে সকাল ১১টায়  ছাত্র ইউনিয়ন  বগুড়া জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
 
জেলা কমিটির সভাপতি সন্তোষ কুমার পালের সভাপতিত্বে  সাধারণ সম্পাদক হাসান আলী শেখ এর পরিচালনায় বর্ধিত সভায় কেন্দ্রীয় প্রতিনিধিত্ব করেন সহ-সাধারণ সম্পাদক সুকান্ত শফি কমল। বক্তব্য রাখেন কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি মকবুল হোসেন, বৃরেন মাহাতো, কোষাধ্যক্ষ সাম্য সাগর সাহা, কৃষকনেতা কৃঞ্চ মাহাতো, আয়েন উদ্দীন।
 
আরো আলোচনা করেন কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি মো: নাদিম মাহমুদ, সহ-সভাপতি আকতার-উজ-জামান টুটুল।
 
বক্তারা বলেন দেশে আজ কোন গণতন্ত্র নেই, ভোট নেই তাই কৃষকের ধানের দাম নেই, চামড়ার মূল্য নেই। পুঁজিবাদী অর্থনীিত কৃষি ও কৃষক ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। যে যা উৎপাদন করছে তার সেই উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার ব্যার্থ। কৃষি ও কৃষক রক্ষায় দেশী বিদেশী ষড়যন্ত্র রূখতে একটি শক্তিশালি কৃষক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
উপরে