প্রকাশিত : ২৩ আগস্ট, ২০১৯ ১৭:৫৪

বগুড়ার সারিয়াকান্দিতে উদযাপিত হলো জন্মাষ্টমী উৎসব

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দিতে উদযাপিত হলো জন্মাষ্টমী উৎসব

দেশের বিভিন্ন স্থানের মত নানা আয়োজনের মধ্যদিয়ে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় উদযাপন করা হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উৎসব তথা ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৫ জন্মদিন ।  

বিশেষ এই দিনটিতে বাদ্যের তালে তালে বিভিন্ন পৌরাণিক সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন শত শত নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এসময় দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন ভক্তরা।

মহাবতার শ্রীকৃষ্ণের জন্মদিন উপলে শুক্রবার সকালে সারিয়াকান্দি পৌর শহরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সারিয়াকান্দি উপজেলা শাখার আয়োজেেন এবং শ্রী শ্রী যুগোল কিশোর মন্দির ও বাজার সর্বজনীন কালীমন্দিরের ব্যাবস্থাপনায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে আবারো যুগোল কিশোর মন্দিরে গিয়ে শেষ হয়। এতে হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এ সময় মন্দির কমিটির সভাপতি সাধারন সম্পাদক সহ মহাবতার শ্রীকৃষ্ণের ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন।

 

উপরে