প্রকাশিত : ২৩ আগস্ট, ২০১৯ ১৭:৫৭

নন্দীগ্রামে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রামে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

বগুড়ার নন্দীগ্রামে ভগবান শ্রীকৃষ্ণের আর্বিভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখা, জাতীয় হিন্দু মহাজোট নন্দীগ্রাম উপজেলা শাখা ও ব্রাক্ষণ সংসদ নন্দীগ্রাম উপজেলা শাখার আয়োজনে নন্দীগ্রামের ঐতিহ্যবাহী রাধাগোবিন্দ মন্দির থেকে শুক্রবার বেলা ১০টায় বর্নাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে নন্দীগ্রাম উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, পৌর মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, নন্দীগ্রাম ২নং ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী, নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত, উপজেলা মৎস্য কর্মকর্তা দিপক কুমার হালদার, অধ্যক্ষ শ্রীশ্রী অরুন জ্যোতি জী, ব্রাক্ষণ সংসদ নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি বাবুল ভট্রাচার্য্য, সাধারণ সম্পাদক পার্থ প্রতিম চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম শাখার সাধারণ সম্পাদক সুকমার সরকার, জাতীয় হিন্দু মহাজোট নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি অদ্বৈত কুমার আকাশ, সাধারণ সম্পাদক সবুজ কুমার সরকার ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক মহাদেব চন্দ্র প্রমূখ।

 

উপরে