হিলি সীমান্তে এবারে সারদীয় দুর্গাপুজা হবে উৎসব মুখরতায়
দিনাজপুরের হিলি সীমান্তে এবারে সারদীয় দুর্গাপুজা হবে উৎসব মুখরতায়। সীমান্তবর্তী এলাকা জুড়ে ২০টি স্থানে শারদীয় দুর্গাপুজা অনুষ্টিত হবে। তাই বেশ জোরে সোরে চলছে প্রতিমা তৈরির কাজ।হিন্দু ধর্মবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব। প্রতি বছরই হিলি সীমান্ত এলাকা উৎসব মুখরিত হয়ে ওঠে। দর্শনার্থীদের ভীড়ে সীমান্ত এলাকা পরিনত হয় দুইবাংলার মিলন মেলায়।
বর্ষা মৌসুমের কারনে এবারে খানিকটা আগে ভাগেই হিলির মন্দিরে মন্দিরে বেশ জোরে সোরেই প্রতিমা তৈরির কাজ শেষ করে শুকানোর কাজ চলছে। আর কয়েক দিন পরেই শিল্পীর রং তুলিতে ফুটে উঠবে প্রতিমার উজ্বলতা। পূজা উদযাপনের ব্যাপক প্রস্তুতি নিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা।পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জনার্ধন চন্দ্র রায় জানায়,এবারে দর্শনার্থীদের অনুরোধেই প্রতিমার আকার বড় করা হয়েছে, আর এ কারনে প্রতিমা তৈরিসহ আনুসাঙ্গিক বিভিন্ন উপকরনের বাজেট বাড়িয়ে দিয়েছেন উদযাপন কমিটি।ভারতীয় দর্শনার্থীদের আগমন বেড়ে ওঠে। গেলো বারের চেয়ে আয়োজন বাড়ানো হয়েছে। সুন্দর ও সুষ্ঠভাবে পুজা উদযাপন করতে পারবেন তারা।

অনলাইন ডেস্ক