গুলশানের এবি ব্যাংক কার্যালয়ে আগুন

রাজধানীর গুলশানে আরব-বাংলাদেশ (এবি) ব্যাংক কার্যালয়ে আগুন লেগেছে। আজ মঙ্গলবার বেলা ১১টা ৮ মিনিটে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এই ঘটনায় ব্যাংকের ভেতরে কয়েকজন আটকা পড়েছেন বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বলেন, গুলশানের এবি ব্যাংকের কার্যালয়ে আগুন লেগেছে। খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বরত অপারেটর জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।