প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০১৯ ১৩:৫২

আবরার হত্যার বিচার ও ছাত্র রাজনীতি বন্ধের অপতৎপরতা বন্ধসহ ৫ দফা দাবীতে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি
আবরার হত্যার বিচার ও ছাত্র রাজনীতি বন্ধের অপতৎপরতা বন্ধসহ ৫ দফা দাবীতে মানববন্ধন
আবরার হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং ছাত্র রাজনীতি বন্ধের অপতৎপরতা বন্ধের দাবিসহ ৫ দফা দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে সভাপতি পলাশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সভাপতি ধনঞ্জয় বর্মন, জেলা সাংগঠনিক সম্পাদক মুক্তা আক্তার মীম, সরকারি আজিজুল হক কলেজের রিতু খাতুন, বিপুল আহমেদ, আসাদুজ্জামান নূর প্রমূখ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, গত ৬ তারিখ রাতে বুয়েটে আবরারকে ডেকে নিয়ে নির্মমভাবে ছাত্র লীগের সন্ত্রাসীরা হত্যা করে এবং সন্ত্রাসীরা চিহ্নিত। বিচারহীনতার সংস্কৃতি পরিহার করে দ্রুত বিচার কাজ সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যদিকে ছাত্র রাজনীতি বন্ধের অপতৎপরতা চলছে। ছাত্র রাজনীতি বন্ধ নয় বরং আওয়ামী সন্ত্রাসী ছাত্র লীগের সংগঠন নিষিদ্ধ করে, এক উন্নত, আদর্শ রাজনীতির বিপ্লবী ধারাকে অব্যাহত রাখতে হবে।
উপরে