প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০১৯ ১৪:৫৭

সিংড়ায় পুকুরের লীজ বাতিলের দাবিতে মানববন্ধন

সিংড়া ( নাটোর) প্রতিনিধি
সিংড়ায় পুকুরের লীজ বাতিলের দাবিতে মানববন্ধন

নাটোরের সিংড়ায় পুকুরের লিজ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে শত শত গ্রামবাসি।

বৃহস্পতিবার সকালে শত শত নারী, পুরুষ মানববন্ধনে অংশ নেন। তারা লীজ বাতিল করে জনস্বার্থে ব্যবহারের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত সুপ্রিমকোর্টের এ্যাডভোকেট মো: শাহাদৎ হোসেন জানান, আমি এই গ্রামের সন্তান, শালমারা গ্রামবাসি দীর্ঘদিন থেকে পুকুরটি ব্যবহার, সংস্কারসহ যাবতীয় কার্য করে আসছে।

গ্রামবাসীর পক্ষে আমি লীজ না দেয়ার জন্য নাটোর জেলা প্রশাসক বরাবর দরখাস্থ দাখিল করেছি।

গ্রামবাসী জানান, অত্র গ্রামের পুকুরের পানি চাষাবাদের সেচকার্যে ব্যবহার ছাড়াও নিজেদের গোসল, গরু, মহিষের গোসল করানো, কাপড় ধোঁয়া, থালা বাসন পরিস্কার করাসহ দৈনন্দিন গৃহস্থালি  কাজে ব্যবহার করে থাকে। এজন্য পুকুরের লিজ না দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপরে কাছে অনুরোধ জানাচ্ছি।

 

উপরে