প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৯ ১২:২৪

লতিফ সিদ্দিকীর জামিন স্থগিত

অনলাইন ডেস্ক
 লতিফ সিদ্দিকীর জামিন স্থগিত

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে দুদকের করা দুর্নীতির মামলায় দেওয়া হাইকোর্টের জামিন আদেশ আপিল বিভাগ স্থগিত করে দিয়েছে। দুদকের করা এক আবেদনের ওপর শুনানি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ সোমবার ওই জামিন আদেশ ১৭ নভেম্বর পর্যন্ত স্থগিত করে দেয়।

আপিল বিভাগে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। অপরদিকে লতিফ সিদ্দিকীর পক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। সর্বোচ্চ আদালত দুদককে এই এক সপ্তাহের মধ্যে ওই জামিন আদেশের বিরুদ্ধে নিয়মিত লিভ টু আপিল করতে বলেছে। গত ১১ নভেম্বর লতিফ সিদ্দিকীকে ছয় মাসের জামিন দেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ। ওই আদেশের বিরুদ্ধেই আপিল বিভাগে এসেছে দুদক।

উল্লেখ্য, টাঙ্গাইল-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ওই সময় তিনি দুর্নীতি করেছেন অভিযোগ করে ২০১৭ সালের ১৭ অক্টোবর বগুড়ার আদমদীঘি থানায় এই মামলা করেন দুদকের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম।

উপরে