প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৯ ১২:৩৫

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের একমাসের বেতন-ভাতা দেবেন এমপি শাওন

অনলাইন ডেস্ক
 ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের একমাসের বেতন-ভাতা দেবেন এমপি শাওন

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর আঘাতে লালমোহনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহযোগিতার পাশাপাশি নিজের এক মাসের বেতন-ভাতা দেয়ার কথা জানিয়েছেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। রোববার সন্ধ্যায় লালমোহন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পশ্চিম চর উমেদ ইউনিয়নে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণের চাল বিতরণকালে টেলিকনফারেন্সে এ ঘোষণা দেন তিনি।

এ সময় তিনি জানান, সরকারিভাবে নৌ-যোগাযোগ চালু হলেই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনী এলাকায় পৌঁছে এ সহায়তা প্রদান করবেন। নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঘূর্ণিঝড় চলাকালীন উপকূলীয় এলাকার প্রশাসন ও জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা করেছেন। এজন্য লালমোহন উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

উল্লেখ্য প্রধানমন্ত্রীর নির্দেশে ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে চাল, দুই বান ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা দেয়া হচ্ছে।

উপরে