প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৯ ১৬:৫১

বিরামপুরে ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
বিরামপুরে ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প

সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দিনাজপুরের বিরামপুরে দিন ব্যাপি ফ্রি“স্বাস্থ্য সেবা হেলথ ক্যাম্প” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে সোনালী ব্যাংক মোড়ে ব্র্যাক হেলথ সেন্টারে বিরামপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ড: সরকার মামুনুর রশিদ এর আয়োজনে ব্র্যাক হেলথ সেন্টারের সহযোগিতায় দিন ব্যাপি ফ্রি“স্বাস্থ্য সেবা হেলথ ক্যাম্প” অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিত রোগি  চিকিৎসা নিতে আসে।

সোমবার বেলা সাড়ে ১২টায় ব্র্যাক হেলথ সেন্টারে গিয়ে দেখা যায়, সেখানে রোগিদের উপচেপড়া ভিড়। বিভিন্ন বয়সের রোগি ভিন্ন ভিন্ন সমস্য নিয়ে সেখানে উপস্থিত। সেখানে গর্ভবর্তী মা, টনসিল, মানষিক সমস্যা, জ্বর-সর্দী রোগিই বেশি ছিলেন।

বয়সের ভারে নুয়ে পড়া নুরুন্নাহার(৪৮) নামের এক রুগি জানান,‘টাকা ছাড়া হামার(আমার) চিকিৎসা হয়না’ গত কয়েক দিন থেকে গলানিয়ে খাওয়া যায়না।ডা: হামাক(আমাক) ফ্রিতে চিকিৎসা দিল।

আবাসিক মেডিকেল অফিসার ড: সরকার মামুনুর রশিদ জানান, গরীব ও আসহায় মানুষের চিকিৎসা দিতে পারলে নিজেকে অনেকটা হালকা মনে হয়। মানুষের সেবা করায় ডাক্তারের কাজ।তাই নিজের দায়বদ্ধতা থেকেই ফ্রিতে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। আগামীতে এই কর্মসূচী অব্যাহত থাকবে।

 

উপরে