প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৯ ২০:২৯

রাজশাহী ও রংপুর বিভাগীয় ছাত্র ইউনিয়নে এর ২দিনব্যাপী কর্মশাল'র উদ্বোধন বগুড়ায়

ষ্টাফ রিপোর্টার
রাজশাহী ও রংপুর বিভাগীয় ছাত্র ইউনিয়নে এর ২দিনব্যাপী  কর্মশাল'র উদ্বোধন বগুড়ায়

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দুইদিন ব্যাপি রাজশাহী ও রংপুর বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১টায় বগুড়া শহরের সাতমাথা মোড়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন প্রখ্যাত শ্রমিক নেতা ও ট্রেড ইউনিয়ন কেন্দ্রের বগুড়া জেলা কমিটির সভাপতি আব্দুস সাত্তার তারা।উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি ও বিভাগীয় সমন্বয়ক নাদিম মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি দীপক শীল।এছাড়াও বক্তব্য রাখেন বিভাগীয় জেলা সমুহের নেতৃবৃন্দরা।বক্তারা বলেন,বর্তমানে বাংলাদেশে যে চলমান সংকট দেখা দিয়েছে তা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।শিক্ষা কে যেমন একদিকে বানিজ্যখাতের পণ্য করা হয়েছে,অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড সাধারণ ছাত্রদের শিক্ষা ব্যবস্থা ও নিরাপত্তা কে হুমকির মুখে ফেলে দিয়েছে।দফায় দফায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্য বৃদ্ধির মধ্য দিয়ে সরকার নিজেই নিজেদের দুর্দিন ডেকে আনছে।  প্রধান অতিথির বক্তব্যে দীপক শীল বলেন,সারাদেশে ছাত্র ইউনিয়ন এর নেতৃবৃন্দদের হামলা-মামলা ও গ্রেফতার করবার মধ্য দিয়ে এই সরকার মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাধারীদের দমিয়ে রাখবার যে নগ্ন খেলায় মাতোয়ারা হয়েছে আগামীতে তার ফল স্বরুপ বাংলাদেশের মানচিত্রে একটি ঘনীভূত সংকট দৃশ্যমান হবে।উদ্বোধনী অধিবেশ শেষে শহরের বিভিন্ন অংশে একটি পতাকা মিছিল বের করে ছাত্র ইউনিয়নের নেতারা।

উদ্বোধনী কর্মসূচি পরিচালনা করেন ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা সাদ্দাম হোসেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি জিন্নাতুল ইসলাম, কৃষক সমিতি বগুড়া বগুড়া জেলা কমিটির সভাপতি সন্তোষ কুমার পাল, সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, উদীচী বগুড়া জেলা সংসদের সহ-সভাপতি এ্যাড লুৎফর রহমান, সাধারণ সম্পাদক এস এম শাহীদুর রহমান বিপ্লব, ট্রেড ইউনিয়ন কেন্দ্র বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি ফজলুর রহমান,  যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সভাপতি সাজেদুর রহমান ঝিলাম, সাধারণ সম্পাদক শাহনিওয়াজ কবির খান পাপ্পু, সিপিবি নেতা লিয়াকত আলী কাক্কু।

উপরে