প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৯ ২১:৪৪

বগুড়ায় একাধিক মামলার আসামী স্বামী-স্ত্রী গাঁজাসহ গ্রেফতার

সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার
বগুড়ায় একাধিক মামলার আসামী স্বামী-স্ত্রী গাঁজাসহ গ্রেফতার

বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) নিয়মিত মাদকবিরোধী অভিযানে বুধবার রাতে সদরের গোকুল ইউনিয়নের হল বন্দর এলাকা থেকে একাধিক মাদক মামলার আসামী স্বামী এবং স্ত্রী কে একসাথে গ্রেফতার করা হয়েছে।এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ২ কেজি গাঁজা।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার শিবগঞ্জ থানার ধুলাঝাড়া এলাকার মৃত: আজমত উল্লাহ’র ছেলে হামিদুল ইসলাম (৪৯) এবং তার স্ত্রী ফেন্সি বেগম (৪১)। এজাহারসূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এস.আই নাসিম উদ্দিন এবং ফয়সাল হাসানের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গোকুল ইউনিয়নের হল বন্দর এলাকায় আকষ্মিক অভিযান চালায়। সেখানে প্রথমে সন্দেহজনকভাবে গ্রেফতারকৃতদের তল্লাশি করলে হামিদুল এর হেফাজত হতে ১ কেজি ২’শ গ্রাম এবং তার স্ত্রী ফেন্সির হেফাজত হতে ৮’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বগুড়া ডিবির ওসি আছলাম আলী পিপিএম জানান, গ্রেফতারকৃত স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরেই আইনের চোখে ধুলো দিয়ে যোগসাজসে মাদক ব্যবসা করে আসছিল। আসামী হামিদুলের নামে ২টি এবং তার স্ত্রী ফেন্সির বিরুদ্ধে ৪ টি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে এইবারও ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইতিমধ্যে মামলা ঋজু করা হয়েছে । সেই সাথে মাদকের সাথে সম্পৃক্তদের আবারো কঠোর হুশিয়ারী দিয়ে সময় থাকতে সুপথে ফিরে আসার আহব্বান জানান ডিবির এই কর্মকর্তা।

উপরে