রৌমারীতে শিশুকে যৌন নিপিড়নের অভিযোগ, আটক-১

রৌমারী উপজেলায় তিন বছর বসয়ী এক শিশুকে যৌন নিপিড়ন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে রৌমারী থানা পুলিশ হোসেন আলী (১৮) নামের এক যুবককে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সদর ইউনিয়নের বাওয়াইয়ের গ্রামে গতকাল শুক্রবার ৩ বছর বয়সী ওই শিশুটির উপর যৌন নিপিড়নের ঘটনাটি ঘটে।বাড়ির প্রতিবেশী হওয়ায় লম্পট হোসেন আলী কৌশলে ওই শিশুটিকে কাছে ডেকে নেয় এসময় শিশুটির মা বাড়ির পাশে নদীতে গোসল করতে গেলে লম্পট হোসেন আলী বাড়ির পাশেই শিশুটিকে যৌন নিপিড়ন করে। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে হোসেন আলী পালিয়ে যায়।
পরে স্বজন ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়। রৌমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডাক্তার শিশুটির সাথে যৌন নিপিড়নের সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনার খবর পেয়ে রাতেই রৌমারী থানার পুলিশ হোসেন আলীকে আটক করেছে।হোসেন আলী একই গ্রামের মৃৃত কোরবান আলীর ছেলে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি)আবু মোঃ দিলওয়ার হাসান ইনাম বলেন,বিষয়টি জানার সাথে সাথে ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগ হোসেন আলীকে আটক করা হয়েছে।এঘটনায় শিশুটির বাবা রৌমারী থানায় বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন।
তিনি আরও জানান প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পেয়েছে ডাক্তাররা। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।