প্রকাশিত : ২৮ মে, ২০২০ ১৪:২৩

ইউনাইটেডে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

অনলাইন ডেস্ক
ইউনাইটেডে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে করোনা ইউনিটের পাঁচ রোগীর মৃত্যুর ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।

জানা গেছে, উপ পরিচালক দেবাশীষ বর্ধনের নেতৃত্বে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে আছেন ফায়ার ব্রিগেড ট্রেনিং সেন্টারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবুল চক্রবর্তী, উপ সহকারী পরিচালক নিয়াজ আহমেদ এবং বারিধারার জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. আবুল কালাম আজাদ।

কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জ্যেষ্ঠ স্টেশন অফিসার আজাদ জানান, তারা শনিবার সকালে সবার বক্তব্য শুনবেন। তারপর সবকিছু সমন্বয় করে প্রতিবেদন দেবেন।

এর আগে বুধবার রাতে ইউনাইটেড হাসপাতালে করোনাভাইরাসের রোগীদের জন্য স্থাপিত আইসোলেশন ইউনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ভেতর থেকে পাঁচ রোগীর মৃত্যু ঘটে।

নিহতরা হলেন মো. মাহবুব (৫০), মো. মনির হোসেন (৭৫), ভারনন এ্যান্থনী পল (৭৪), খোদেজা বেগম (৭০) ও রিয়াজ উল আলম (৪৫)।

তাদের মধ্যে তিনজনের কোভিড-19 পজিটিভ ছিল।

উপরে