প্রকাশিত : ২৮ মে, ২০২০ ২১:০৪

করোনা দুর্যোগে বগুড়ায় ইস্কনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার
করোনা দুর্যোগে বগুড়ায় ইস্কনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

করোনাভাইরাসের কারণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় বগুড়ায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) এর উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শহরের সেউজগাড়ি পালপাড়া এলাকার প্রায় শতাধিক অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
ইস্কন বগুড়ার অধ্যক্ষ খরাজিতা কৃষ্ণ দাস ব্রক্ষ্মচারীর সার্বিক ব্যবস্থাপনায় ধর্ম,বর্ণ, নির্বিশেষে মন্দির প্রাঙ্গণে আয়োজিত উক্ত বিতরণ অনুষ্ঠানে অসহায় মানুষদের হাতে সামাজিক দূরত্ব বজায় রেখে পর্যায়ক্রমে খাদ্যসামগ্রী তুলে দেন আনন্দ আশ্রম (ইস্কন মন্দির) এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি দিলীপ কুমার দেব। এসময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, দেশের এই ক্রান্তিকালে সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে তার অনুগ্রহ কামনা করতে হবে। সেই সাথে নিজের এবং পরিবারের স্বার্থে এই দুর্যোগ ঘরে থেকেই মোকাবেলা করার উদ্বার্ত আহব্বান জানান তিনি।  বিতরণকালে উপস্থিত ছিলেন পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লি. বগুড়ার প্রকৌশলী সুদেশ চন্দ্র দাস, নাযোষী এন্ড নাযারী শিশু হাসপাতাল বগুড়ার পরিচালক ভাগবত চন্দ্র সরকার, ইস্কন বগুড়ার সদস্য বিমান কুমার পাল প্রমুখ। বগুড়াতে ইস্কনই প্রথম কোন ধর্মীয় প্রতিষ্ঠান যারা নিজেদের মন্দিরের তহবিল দিয়ে করোনায় মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছে। প্রতিটি পরিবারের জন্যে তারা প্রদান করেছেন চাল, ডাল, তেল, লবণ, আলুসহ একটি পরিবারের পুরো সপ্তাহের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

উপরে