শিবগঞ্জে শহীদ জিয়ার ৪২তম শাহাদৎ বার্ষিকী পালিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র সার্বিক সহযোগিতায় আটমূল ইউনিয়ন বিএনপি’র আয়োজনে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪২তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার বেতগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি’র সভাপতি মীর আবু জাকের মাকু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলম। আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ
সম্পাদক আব্দুল করিম, বিএনপি নেতা আবু তাহের, সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মানিক, আব্দুর রাজ্জাক, আব্দুল ওয়ারেছ আকন্দ, আফছার আলী, আব্দুল মান্নান দুলু, খোরশেদ আলম কাজল, আব্দুল কুদ্দুস, বাবু মিয়া, উপজেলা যুবদল সভাপতি আনোয়ারুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক খালিদ হাসান আরমান, উপজেলা ছাত্রদল সভাপতি বিপুল সরকার, সাধারণ সম্পাদক মীর মুন প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ জিয়া’র বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।