সৈয়দপুরে ১০ দিনব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু

নীলফামারীর সৈয়দপুরে ১০ দিনব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে। উপজেলা নারী উন্নয়ন ফোরাম ওই মেলার আয়োজন করেছে।
বৃহস্পতিবার (১ জুন) বিকেলে শহরের বিমানবন্দর সড়কের অফিসার্স কলোনী ফাইভ স্টার মাঠে ওই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
মেলার আয়োজক প্রতিষ্ঠান সৈয়দপুর উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম।
সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক শিউলী বেগমের সঞ্চালনায় ১০ দিনের ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম প্রমুখ।
এতে অন্যান্যদের মধ্যে নীলফামারী জেলা পরিষদের সদস্য মো. মিজানুর রহমান লিটন, বাঙ্গালীপুর ইউনিয়নের চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার, খাতামধু ইউনিয়ন চেয়ারম্যান মো. মাসুদ রানা বাবু (পাইলট), আওয়ামী লীগ নেতা কৃষিবিদ এম এ মুবিন সরকার, আলহাজ্ব মো. মজিবর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি মো. সিফাত সরকারসহ উপজেলা নারী উন্নয়ন ফোরামের সদস্যরা, আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলার ক্ষুদ্র ও কুটির হস্ত শিল্পের ৫১ টি স্টল স্থান পেয়েছে। গতকাল ১ জুন থেকে শুরু হয়ে আগামী ১০ জুন পর্যন্ত এ মেলা চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।