রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ রেঞ্জার মোসারাত মিমি

জাতীয় শিক্ষা সপ্তাহ এ রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষার্থী হয়েছে নীলফামারীর সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের মেধাবী ছাত্রী মোসারাত মিমি।
বৃহস্পতিবার (১ জুন) রংপুর জিলা স্কুল অডিটোরিয়ামে আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার ও সমাপণী অনুষ্ঠানে তাঁর হাতে শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষার্থী’র ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার ও সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর এস এম আব্দুল মতিন লস্কর।
এর আগে মোসারাত মিমি নীলফামারী জেলা ও সৈয়দপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষার্থী হওয়ার গৌরব অর্জন করেন। গত ২০ মে নীলফামারী রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন এবং গত ১৫ মে সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মোসারাত মিমি নীলফামারীর সৈয়দপুর পাইলট বালিকা ও কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক শাখার একজন মেধাবী ছাত্রী। নীলফামারীর সৈয়দপুর উপজেলা কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামের বাসিন্দা মো. সেলিম এবং রোজিনা বেগম দম্পতির মেয়ে সে। তার বাবা পেশায় একজন আদর্শ গৃহস্থ (কৃষক) এবং একজন আদর্শ গৃহিনী।
মোসারাত মিমি ছোটবেলা থেকেই নিয়মিত পড়াশুনার পাশাপাশি গার্ল গাইড করে আসছে। প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নের সময় থেকে গার্ল গাইডে অংশ নিয়ে কৃতিত্বে স্বাক্ষর রেখে চলেছে সে। তার ভবিষ্যত জীবনে সফলতার জন্য সকলের দোয়া প্রার্থী সে।
তার এ কৃতিত্বে নীলফামারীর সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষিকা ও গার্ল গাইডের স্থানীয় কমিশনার বিলকিছ বেগম তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।