সৈয়দপুরে প্রথম আলোর সাংবাদিক ঝন্টুর বড় বোনের ইন্তেকাল

দৈনিক প্রথম আলোর পত্রিকার নীলফামারীর সৈয়দপুর ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রতিনিধি এম আর আলম ঝন্টু'র বড় বোন আসমা আলী ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি... রাজিউন)। গত বৃহস্পতিবার রাত নয়টা ৫০ মিনিটে ঢাকার বনানীর বাসায় তাঁর মৃত্যু হয়। তিনি বেশ কিছুদিন ধরে দুরারোগ্যে ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে অসংখ্যক আত্মীয় -স্বজন,বন্ধু-বান্ধব ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার সকালে বনানী চেয়ারম্যান বাড়ি জামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। শেষে মরহুমাকে ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়। মরহুমা স্বামী মরহুম সেহার আলী।
তিনি মুক্তিযুদ্ধে শহীদ আয়েজ উদ্দিনের তৃতীয় মেয়ে। প্রথম আলোর নীলফামারীর সৈয়দপুর ও পার্বতীপুর উপজেলা প্রতিনিধি এম আর আলম ঝন্টু'র বড় বোন।
তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের সংসদ সদস্য রাবেয়া আলীম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক, পৌর আওয়ামী সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, অধ্যক্ষ সাখাওয়াৎ হোসেন খোকন, সাংবাদিক আমিনুল হক, সাকিব হোসেন বাদল, কাজী জাহিদ, মো. আমিরুজ্জামান, তোফাজ্জল হোসেন লুতু, জসিম উদ্দিন, মিজানুর রহমান মিলন, আবু বিন আজাদ, জিকরুল হক প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।