জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ৪- ১০ জুন ২০২৩ খ্রিস্টাব্দ পালন উপলক্ষে পৌরসভা ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পঞ্চগড় পৌরসভার আয়োজনে পৌরসভার সভাকক্ষে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পৌরসভার মেয়র জাকিয়া খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সিভিল সার্জনের প্রতিনিধি এমওডিসি ডা. তৌহিদুল ইসলাম ভূইয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রামানিক, পঞ্চগড় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন শাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান, স্যানেটারি ইন্সপেক্টর হুমায়ুন কবির, শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাকী আক্তার, এভারেস্ট প্রি ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মজিরুল হক। উক্ত সভায় পঞ্চগড় পৌর এলাকার মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, পঞ্চগড় পৌরএলাকায় বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানের ০৫ থেকে ১৬ বছর বয়সী প্রায় ১৬৫০০ শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।