শিবগঞ্জে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ উপলক্ষে কর্মী সমাবেশ

বগুড়ার শিবগঞ্জে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২রা জুন) বিকেলে শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান মজনু।
উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সদর আসনের সাংসদ রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি টি জামান নিকেতা, শজিমেকের অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব লীগ নেতা মোবাশ্বার হোসেন ¯রাজ, উপজেলা আওয়ামীলীগ নেতা মারুফ রহমান মঞ্জু, এমদাদুল হক, আব্দুল মান্নান শেখ, এবিএম শাহজাহান চৌধুরী, আকরাম হোসেন, মহিদুল ইসলাম, রিজ্জাকুল ইসলাম রাজু, রেজাউল করিম চঞ্চল, আহসান হাবীব সবুজ, জাহেদুল ইসলাম, বেলাল হোসেন, আসিফ মাহমুদ মিল্টন, আলহাজ্ব আমিনুল হক দুদু, ছামসুল মোল্লা, জেলা ছাত্রলীগ নেতা মাহেদুল ইসলাম জয়, আওয়ামীলীগ নেতা সোহেল আক্তার মিটু, সোহেল রানা মিন্টু, আতিকুর রহমান আতিক, জান্নাতি আক্তার টুম্পা, কৃষকলীগ নেতা লুৎফর রহমান, যুবলীগ নেতা আব্দুস সাত্তার। এসময় আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, যুবলীগ, কৃষকলীগ, মহিলা লীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
পরে পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান কার্যক্রমের উদ্বোধন।