শেখ হাসিনার সরকার কৃষকদের ফসলের নায্য মূল্য নিশ্চিত করেছে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে নানা জাতের ধানসহ প্রচুর ফসল ফলানো হচ্ছে। সে কারনে অদুর ভবিষ্যতে বিদেশ থেকে চাল আমদানির প্রয়োজন হবেনা। বরং আমাদের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে চাল রপ্তানীর সম্ভাবনা দেখছি।
তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার আমলে সার কিনতে গিয়ে পুলিশের গুলিতে এক সাথে ১৮জন কৃষককে মরতে হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দিয়েছে। কৃষক বান্ধব শেখ হাসিনার সরকার কৃষকের ফসলের তথা ধানের নায্যমূল্য নিশ্চিত করতে ধানের দাম ২৮ টাকা থেকে বাড়িয়ে এবার ৩০ টাকা নির্ধারণ করেছে। চালের সরকারি সংগ্রহ মুল্য ৪৪ টাকা করেছে। সার ও বিদ্যুতের দাম বাড়ানোর পরও কৃষক লাভবান হয়েছে। এতে কৃষক ও ভোক্তা সবাই খুশি। তিনি গতকাল শনিবার বিকেলে সান্তাহার সিএসডির নব-নির্মিত প্রশাসনিক কার্যালয় ও সশস্ত্র আনসার ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। সান্তাহার সিএসডি চত্ত্বরে নব-নির্মিত প্রশাসনিক কার্যালয় ও আনসার ক্যাম্প উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সাখাওয়াত হোসেন, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিা) দিনেশ সরকার, বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্র¿ক কাজী সাইফুদ্দিন অভি, নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভির রহমান, আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মনিরা সুলতানা, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু এবং সান্তাহার সিএসডির ব্যবস্থাপক মোঃ হারুন অর রশীদ প্রমুখ।