পোরশায় বিশ্ব পরিবেশ দিবস পালন

নওগাঁর পোরশায় বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় কারিতাস রাজশাহী অঞ্চলের আশা প্রকল্পের আয়োজনে উপজেলার ছাওড় দানিপুকুর স্কুল প্রাঙ্গন থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে স্কুল মিলনায়তনে উপজেলা আদিবাসী সমন্বয় পরিষদের সভাপতি কর্নেলিউস হাঁসদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বন্ধুপাড়া মিশনের পালপুরহিত রেভা ফাদার প্লাবন রোজারিও। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাওড় ইউপি সদস্য শরিফুল ইসলাম, বেসরকারি সংস্থা সিসিডিবি’র উপজেলা কোঅর্ডিনেটর রুপম রায়, ব্র্যাক এর আইডিপি প্রকল্প ম্যানেজার বিজয় তিগ্যা। এসময় সংস্থার আশা প্রকল্পের মাঠ কর্মকর্তা বলাই মারান্ডী, সাংবাদিক ডিএম রাশেদ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।