বগুড়ায় দোঁহার সঙ্গীত শিক্ষায়তনের উদ্বোধন

বগুড়ায় দোঁহার সঙ্গীত নিকেতনের কার্যালয় ও শিক্ষায়তন এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে শুক্রবার পুরাতন শিল্পকলা একাডেমির নিচতলায় এই সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এডভোকেট মোহাম্মদ গোলাম মর্তুজা, সহ সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও মুহাম্মদ লিটন শেখ, উপদেষ্টা মন্ডলীর সদস্য হাসান আসকারী লেমন, সাধারণ সম্পাদক জিনাত রেহেনা কেয়া, সাংগঠনিক সম্পাদক তামান্না আকতার নীলা, অর্থ সম্পাদক মায়া সরকার, প্রচার সম্পাদক মানিক কুমার দেবনাথ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি সিকতা কাজল, সঙ্গীত শিল্পী মিলন রহমান, বিশিষ্ট তবলচি অঁখিল দাস, নৃত্য শিল্পী রাজু আহমেদ, নাট্যকর্মী আবদুল ওয়াদুদ। সদস্য মোজাহার, সাইফুল ইসলাম, রাজিব, নুর ইসলাম, রবিন, নাহিদ, সোহাগ, আরিশা, রোহানা শিখা, নিঝুম, সাবিয়া সুলতানা, মিশা, জান্নাতুল আদর, তৌফিক ইসলাম প্রমুখ। দোঁহার সঙ্গীত নিকেতনে নুতন ছাত্রছাত্রী ভর্তি নিয়ে সঙ্গীতাঙ্গনে নব সৃজনে কাজ করে যাবে।