সান্তাহার সাইলোতে শ্রম ও হ্যান্ডেলিং ঠিকাদার বাছাইয়ে অনিয়মের অভিযোগ

দেশের বৃহত্তম খাদ্য শস্য সংরক্ষনাগার সান্তাহার সাইলোতে শ্রম ও হ্যান্ডলিং ঠিকাদার নিয়োগ বাচাই প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, সান্তাহার সাইলো কতৃর্পরে অনিয়মের কারণে বিগত ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ এই দুই অর্থ বছর ঠিকাদার নিয়োগ করা যায়নি বলে লিখিত অভিযোগ করা হয়েছে। গত ২ জুন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সাখাওয়াত হোসেন সান্তাহার খাদ্য শস্য সাইলো পরিদর্শনে এলে ভুক্তভোগী এক ঠিকাদার এসংক্রান্ত অভিযোগ পত্র মহাপরিচালককে প্রদান করেন।
অভিযোগ পত্র গ্রহন করার পর মহাপরিচালক বিষয়টি খতিয়ে দেখবেন বলে ভুক্তভোগী ঠিকাদারকে আশ্বাস প্রদান করেন। অভিযোগ সূেত্র জানা যায়, সান্তাহার সাইলোতে ২০১০-২০১১ অর্থ বছর থেকে ২০২০-২০২১ অর্থ বছর পর্যন্ত টানা ১১ বছর সাইলোর শ্রম ও হ্যান্ডলিং ঠিকাদার নিয়োগের বিধি-বিধান অনুসরণ করে মেসার্স রাজা এণ্টারপ্রাইজ নামের এক প্রতিষ্ঠান কাজ করেছে। পরবর্তী বছর ২০২১-২০২২ অর্থ বছরে ঠিকাদার নিয়োগ না করে সান্তাহার সাইলো কতৃর্প নিজস্ব তত্বাবধানে শ্রম ও হ্যান্ডলিং কার্যক্রম এবং মাস্টাররোল কর্মচারিদের মজুরি প্রদান কার্যক্রম পরিচালনা করে আসছে। দীর্ঘ ১১ মাস অতিবাহিত হওয়ার পর ২০২২ সালের ৩০ মে সান্তাহার সাইলো কতৃর্প ঠিকাদার নিয়োগের জন্য দরপত্র আহবান করে। ওই দরপত্রে চারজন ঠিকাদার অংশ নেয়। যথাক্রমে মেসার্স পিয়াল এণ্টারপ্রাইজ ২ কোটি ৪০ ল ৯০ হাজার ৪০০ টাকা, মেসার্স মকবুল হোসেন জোয়ারদার ২ কোটি ৬৩ ল ৩০ হাজার ৫০০ টাকা, মেসার্স এডভান্স রোড এন্ড কন্সট্রাকশন ২ কোটি ৬৫ ল ৯০০ টাকা এবং মেসার্স আরিফ চাউল কল ২ কোটি ৯৪ ল ৩০ হাজার ৫০০ টাকা দর উল্লেখ করে টেন্ডারে অংশ গ্রহণ করে। ওইসব দরদাতাদের মধ্যে মেসার্স পিয়াল এন্টারপ্রাইজ সর্ব নিম্ম দরদাতা হওয়া সত্তেও সান্তাহার সাইলোর তৎকালীন ভারপ্রাপ্ত রণ প্রকৌশলী ও আহরণ ও ব্যয়ন কর্মকর্তা এবং বর্তমান সহকারী রণ প্রকৌশলী মেহেদী হাসান মেনন নিয়ম-নীতির তোয়াক্কা না করে ৫৪ ল টাকা বেশী দরদাতা মেসার্স আরিফ চাউল কলকে কাজ দেওয়ার জন্য উর্ধ্বতন কতৃর্পরে নিকট দরপত্র ডকুমেন্ট পাঠায়। এ ব্যাপারে প্রথম সর্বনিম্ম ও দ্বিতীয় সর্বনিম্ম দরদাতা ঠিকাদারদের অভিযোগের প্রেেিত উর্ধ্বতন কর্তৃপ ওই টেন্ডার বাতিল করে দেয়। এরপর থেকে সান্তাহার সাইলো কতৃর্প ফের নিজেদের তত্বাবধানে মজুরি প্রদান করে আসছে। এঅবস্থায় চলতি বছরের ৩মার্চ ঠিকাদার নিয়োগে ফের দরপত্র আহবান করে। এই দরপত্রে মোট ৯ ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। এরপর ১৭এপ্রিল/২০২৩ তারিখে সান্তাহার সাইলোর অধিক্ষক শাহরিয়ার মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরীকে সভাপতি, সহকারী রণ প্রকৌশলী মেহেদী হাসান মেননকে সদস্য সচিব করে ৬ সদস্য বিশিষ্ট একটি মূল্যায়ন কমিটি গঠন করে। মূল্যায়ন কমিটিতে সাইলোর বাইরে থেকে নেয়া ৪ সদস্যের মধ্যে ৩ জনের পদ পদবী ও দপ্তর স্পষ্ট করা হলেও ১ জনের দপ্তর গোপন করা হয়েছে। ফলে গঠিত মূল্যায়ন কমিটি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় ১৮ মে টেন্ডারে অংশ গ্রহনকারী দরদাতাদের কারিগরি প্রস্তাবনার বিষয় নিয়ে মূল্যায়ন কমিটির প্রথম সভা করে। সেখানে কমিটির মাত্র ২ সদস্য উপস্থিত ছিলেন। নীতিমালা অমান্য করে উক্ত সভায় কোন দরদাতাকে উপস্থিত রাখা হয়নি।
উক্ত মূল্যায়ন কমিটির সভাপতি ও সদস্য সচিব বিশেষ একটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেবার জন্য এস.টি.ডি ডকুমেন্টের সকল শর্তাবলী অমান্য করে কমিটির ৪ সদস্যকে সভায় অনুপস্থিত রাখেন এবং রাতের আঁধারে যোগ্য ঠিকাদারদের দরপত্র বাতিল দেখিয়ে অযোগ্য ঠিকাদারের কারিগরি প্রস্তাব যোগ্য বলে মুল্যায়ন করে। ঘটনা জানার পর দরপত্রে অংশ নেয়া অপর ঠিকাদাররা বিক্ষব্ধ হয়ে উঠেছে। অন্যায় ভাবে বাতিল করে দেওয়া ঠিকাদারদের অভিযোগ যে, আংশিক মুল্যায়ন কমিটি মনোনিত ৪ ঠিকাদারি প্রতিষ্ঠান যোগসাজসী। এই ৪ ঠিকাদারের মধ্যে ৩ ঠিকাদার সম্পর্কে পরস্পরের আত্মীয়। ওই ৩ ঠিকাদার প্রদত্ত ব্যাংক ড্রাফ্ট একই ব্যাংকের ও একই তারিখের এবং সিরিয়াল নং পাশাপাশি। যথাক্রমে ২৭০৮৯৮৭, ২৭০৮৯৮৮ এবং ২৭০৮৯৮৯। তারিখ ৯এপ্রিল/২০২৩। এদিকে, বিগত ২ বছর ঠিকাদার নিয়োগ না করে সাইলো কর্তৃপ নিজেদের তত্বাবধানে শ্রম ও হ্যান্ডলিং কাজ পরিচালনা করার মধ্য দিয়ে একদিকে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত ও সরকারি অর্থের নয় ছয় করে নিজেদের পকেট ভরাচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে সাইলো অধিক্ষক শাহরিয়ার মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী রাজনৈতিক ও উর্ধ্বতন কতৃর্পরে চাপ আছে বলে দাবী করেন। খাদ্য অধিদপ্তরের মহা পরিচালককে দেওয়া অভিযোগে ভুক্তভোগী ঠিকাদার টেন্ডারে অংশ গ্রহণকারী ৯ প্রতিষ্ঠানের দলিল দস্তাবেজ মহাপরিচালকের দপ্তরে নিয়ে পর্যালোচনা করে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া পুনঃ বিবেচনার দাবী জানানো হয়েছে।