সকল সম্ভাবনায় সম্পৃক্ত হতে চায় খ্রীষ্টান সম্প্রদায়

কো-অপারেটিভ ও ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব) ও ডি মেট্রোপলিটন খ্রীষ্টান হাউজিং সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান মি. আগস্টিন কিউরিফিকেশন বলেছেন, সকল সম্ভাবনার কথা মাথায় রেখে খ্রীষ্টান সম্প্রদায় সকলের সাথে চলতে চায়। বিশেষ করে সময়ের পরিক্রমা ও জীবন-জীবিকার চাহিদায় খ্রীষ্টিয় বিশ^াসীগণ বগুড়া খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি প্রতিষ্ঠিত করেন। যা দ্বারা খ্রীষ্টান সম্প্রদায়ের আবাসন চাহিদা পূরনের পাশাপাশি নানাবিধ সুবিধা পেতে পারে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ায় বগুড়া খ্রীষ্টিয় মন্ডলী, ওয়াইএমসিএ, মিশন হাসপাতাল, সিএলবি, ফেলোশিপ চার্চ, এজি চার্চ, এম্মাউস ক্যাথলিক চার্চ, ক্যাথলিক চার্চ ক্রেডিট ইউনিয়ন, বগুড়া মিশন প্রাথমিক বিদ্যালয়, চার্চ অব বাংলাদেশ, এ্যাডভেন্টিস্ট চার্চ, ওয়ার্ল্ড ভিশন, মিশন হানপাতাল চ্যাপেল, খ্রীষ্টিয় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।
গতকাল তন্ময় কমিউনিটি সেনটারে বগুড়া খ্রীষ্টিয়ান কো অপারেটিভ হাউজিং সোসাইটি এর আয়োজনে কালব এর নবনির্বাচিত চেয়ারম্যান মি. আগস্টিন কিউরিফিকেশন অভিনন্দন পাওয়ার প্রাক্কালে এ কথাগুলো বলেন।
হাউজিং সোসাইটির বগুড়ার সভাপতি প্রকৌশলী মার্টিন রোনাল্ড প্রামানিকের সভাপতিত্বে জাতীয় ও স্থানীয় পর্যায়ের খ্রীষ্টান ধর্মাবলম্বীর নেতৃবৃন্দ এ অনুষ্ঠানে অংশ নেয়।