সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ভাড়াটিয়া উচ্ছেদ মালামাল লুটের অভিযোগ

বগুড়ায় একদল সন্ত্রাসীদের বিরুদ্ধে ১৫.৭৫ শতাংশ জমি দখলের চেষ্টা, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি, ভাড়াটিয়া উচ্ছেদ ও মালামাল লুটের অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন বগুড়া শহরের ফুলতলা শাজাহানপুর এলাকার মরহুম ডাঃ মোঃ আব্দুল গণির পুত্র মোঃ রফিকুল ইসলাম।
আজ ৫ জুন ২০২৩ সোমবার সকাল সাড়ে ১১ টায় বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,বিগত ১৯৯০ সালে বগুড়া শহরের মরহুম কর্নেল আব্দুস সালাম এর নিকট হইতে ১৭৫৩৪ কোবলা দলিল মূলে ২৮ অক্টোবর ১৯৯৩ সালে বগুড়া শহরের ফুলতলা গোহাইল রোড রাস্তা সংলগ্ন এলাকায় জমি ক্রয় করে আধাপাকা (টিনসেট) বাড়ী ও তিনটি দোকান ঘর নির্মান করে বিগত ৩০ বছর যাবত যাবতীয় কর ও বিদ্যুৎ বিল পরিশোধ করে বসবাস করছেন। তার ক্রয়কৃত জমিতে দোকান ঘর এবং বাসায় ভাড়াটিয়াগণ সুনামের সাথে অবস্থান করে আসছিলেন।
তিনি বলেন, গত কয়েক মাস যাবত ফুলতলা এলাকার মৃত আব্দুস শুকুর প্রাং এর ছেলে নান্টু ও তার বড় ভাই ঝন্টু কিছু অজ্ঞাত সন্ত্রাসীদের সাথে নিয়ে ভাড়াটিয়াদের ভয়-ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিতে থাকে। সন্ত্রাসীদের হুমকিতে ভীত হয়ে ও সম্পত্তির দখল দারিত্ব রক্ষার্থে বগুড়ার আদালতের উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ৩ জানুয়ারী ২০২২ তারিখে মামলা করেন। দাখিলকৃত মামলা নং- ৬/২২। পরে আদালত ৩ মার্চ ২০২২ তারিখে উভয়পক্ষকে স্থিতিবস্তা বজায় রাখার আদেশ দেয়।
তিনি বলেন উক্ত সন্ত্রাসীরা আদালতের আদেশ উপেক্ষা করিয়া তার বসতবাড়ী ও দোকান ঘর ভাংচুর করে ও মালামাল লুট করে নিয়ে যায়। উল্লেখ্য তিনি ইতিপূর্বে তাদের অত্যাচারে জানমালের নিরাপত্তা চেয়ে শাজাহানপুর থানার অভিযোগ দায়ের করেন। থানা কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে ১০৭/১১৭ ধারায় বগুড়া জেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট আদালতে এন, জি, আর ৩৯০/২২ নং মামলা রজ্জু করে। মামলা দায়েরর প্রেক্ষিতে উক্ত নান্টু ও ঝন্টু আদালতে উপস্থিত হইয়া সামাজিক অশান্তি ও ভয়ভীতি, হুমকি ধামকি দেখাবে না বলিয়া মুচলেকা দেয়।
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সন্ত্রাসীরা তার বাড়ির দরজা, জানালা, দেওয়াল, সি.সি ক্যামেরা, লোহার গ্রীল ভাংচুর করে এবং লুট করে নিয়ে যায়। সেসময় তিনি ৯৯৯ এ ফোন করলে প্রশাসনের কর্মকর্তারা আসেন। তার আগেই সন্ত্রাসীরা মালামাল সহ পালিয়ে যায় এবং পুলিশ কর্মকর্তাগণ ভাংচুর ও লুটপাটের ঘটনার নোট নেন।
তিনি বলেন পুলিশ প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সন্ত্রাসীরা জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। এতে তিনি পরিবার নিয়ে অসহায় ও জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছেন। উল্লেখ্য তার জমির পাশেই তার মামা এ. এস. এম তাজুল ইসলাম এর সমপরিমান জায়গা একই দাগে থাকায় তার মামার অনুপস্থিতির সুযোগ নিয়ে একই কায়দায় অবকাঠামো ভাংচুর করে ও লুট করে নিয়ে যায়।
তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন উক্ত সন্ত্রাসীদের কবল হতে জমি রক্ষা ও জান মালের নিরাপত্তা,হুমকি ধামকি বন্ধে মানণীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রনালয়, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সচেতন সাংবাদিক মহলের সহযোগিতা কামনা করেছেন।