বগুড়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে বগুড়ায় শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে জিলা স্কুল থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। শোভাযাত্রায় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতা কর্মিরা অংশ গ্রহন করেন। সেখানে এক আলোচনা সভা পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় এর পরিচালক আহসান হাবিবের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মজনু, অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধা আকতার সহ আরো অনেকে। আলোচনা শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।