নন্দীগ্রাম উপজেলা যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের প্রস্তুতি সভা

আগামী ১৯ জুন রাজশাহী ও রংপুর বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার ল্েয নন্দীগ্রাম উপজেলার পৌর যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৭জুন) নন্দীগ্রাম উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেলের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলার সাবেক ছাত্রনেতা ও যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ও বগুড়া জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবাযক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবু হাসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান। এসময় আরো উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, যুবদলনেতা গোলাপ, নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সিনিয়র সহ-সভাপতি নবীর শেখ, সহ-সভাপতি রবিউল ইসলাম, যুগ্ন সম্পাদক শাহিন শেহজাদ, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজু আহমেদ, সদস্য সচিব শিয়ামুল হাক রাব্বি। পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম পলিন, সাধারণ সম্পাদক নূরনবী, সাংগঠনিক সম্পাদক আল-আমিন প্রমুখ। নন্দীগ্রাম উপজেলা ও পৌর যুবদল,স্বেচ্ছাসেবকদল ও পৌর ছাত্রদলের ৫টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা এ প্রস্ততি সভায় অংশগ্রহণ করেন। উক্ত প্রস্তুতি সভাটি সঞ্চালনা করেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহিন।