শিবগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকার্প টুর্নামেন্ট উদ্বোধন

বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকালে শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। এসময় উপস্থিত ছিলেন বিহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার টিএম আব্দুল হামিদ, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার বেল্লাল হোসেন, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক সোহেল আক্তার মিঠু, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন শিবলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহেল রানা মিন্টু, উপজেলা নির্বাহী অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর আনোয়ারুল ইসলাম, প্রাথমিক সহকারি শিক্ষক আমিনুল ইসলাম। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন বিহার ইউনিয়ন পরিষদ একাদশ বনাম সৈয়দপুর ইউনিয়ন পরিষদ একাদশ। নির্ধারিত সময়ের শেষ আর্ধের ২ মিনিট পূর্বে উত্তেজনাপূর্ণ মূহূর্তে বিহার ইউনিয়ন পরিষদ একাদশের ৭নং জার্সি ধারিত খেলোয়ার সজিব সৈয়দপুর ইউনিয়নের খেলোয়ারকে অবৈধভাবে বাধা দিলে রেফারি লাল কার্ড প্রদান করেন। এতে বিহার ইউনিয়ন পরিষদ একাদশ ১০ জনের টিমের পরিণত হয়। নির্ধারিত সময়ে খেলায় কোন গোল না হওয়ায় ট্রাইবেকারে বিহার ইউনিয়ন পরিষদ একাদশ ৪-২ গোলে সৈয়দপুর ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করে। খেলায় শ্রেষ্ঠ ক্রিড়া নৈপূণ্য প্রদর্শনের জন্য বিহার ইউনিয়ন একাদশের গোল রক্ষক ইবরাহিমকে ম্যান অব দ্যা ম্যাচ ঘোষণা করা হয়। খেলাটি পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভূক্ত বগুড়া জেলা ক্রিড়া সংস্থার রেফারি ফজলে রাব্বি, সহকারি রেফারি ছিলেন শফি মামুন ও হাসান ইমাম, ধারাভাষ্য প্রদান করেন মুসা মিয়া ও ওবাইদুল ইসলাম বাইজিদ। দিনের অপর খেলায় শিবগঞ্জ ইউনিয়ন পরিষদ একাদশ অংশ গ্রহণ না করায় পিরব ইউনিয়ন পরিষদ একাদশকে ওয়ার্ক ওভার পেয়ে দ্বিতীয় পর্বে উন্নীত হয়।