বগুড়া খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাহী কমিটির সভা

বগুড়া খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাহী কমিটির সভা গত শুক্রবার সন্ধ্যায় শহরের কারমাইকেল রোডস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মার্টিন রোনাল্ড প্রামানিক।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, বগুড়ায় খ্রীষ্টান ধর্মালম্বীদের অত্যাধুনিক সুপরিকল্পিত ও মনোরম পরিবেশে বহুতল ভবন নির্মাণের প্রত্যয়ে বগুড়া খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি গঠন করা হয়েছে। আকাশ ছোঁয়া স্বপ্ন, নিরাপদ আশ্রয় স্থলের জন্য সমস্ত অনুভূতির উৎসের প্রায় সবটায় যেন সেই তুমি, এমন অনুভূতি নিয়েই এগিয়ে যাচ্ছে স্বপ্নের ঠিকানা বিনির্মানে।
তিনি আরো বলেন, শহুরে কোলাহল ছেড়ে নিজের মত করে গুছিয়ে নিতে পারবে স্বপ্নের ঠিকানা। প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য, সুনিপূণ ছায়া ঘেরা, বৃক্ষের ডালে পাখি উড়া, শীতকালে সবুজ মাঠের পরে শিশির বিন্দু, বসন্তকালে বউরি পাখির কিচিরমিচির কিম্বা সংসারের প্রয়োজনীয়তা সহজেই মিটিয়ে নিতে পারবে এমন জায়গাতে আবাসিক ভবন নির্মান করতে যাচ্ছে বগুড়া খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি। মৌলিক চাহিদার একটি বাসস্থান, আর এই বাসস্থান যদি হয় নিরাপদ, আর তাতে বসবাস করে পরিবার যদি থাকে সুখে তবে সে মানুষই হয়ে উঠে বিচক্ষণ ও শান্তির পায়রা।
নির্বাহী কমিটির সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মিসেস লাইলী প্রামানিক, সম্পাদক রুশেল সিনহা, কোষাধ্যক্ষ মার্টিন পল্লব, পরিচালক-মিসেস মেরী গমেজ, মিসেস নুপুর ব্যাপারী, মি. দুলাল ব্যাপারী, মি. ডেভিড দাস, পাস্টার সিওবি উপদেষ্টা মি. আন্দ্রিয় মল্লিক, সদস্য মি. জন মন্ডল, পরিচালক মি. এম এ হান্নান, সদস্য বিপ্লবী প্রামানিকসহ প্রমুখ।