নন্দীগ্রামে ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ২ কোটি ৯ লাখ ৯ হাজার ৪৫০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম।
রবিবার (১১জুন) দুপুরে ভাটগ্রাম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সভাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিমের সভাপতিত্বে এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সচিব আব্দুল বাছেদ, ইউপি সদস্য প্রসন্ন কুমার , আব্দুর রহিম, হাসেম আলী, ইব্রাহিম আলী, জাহাঙ্গীর আলম বাবু, আশরাফ আলী, কামরুজ্জামান, আব্দুল জলিল, সংরতি মহিলা আসনের সদস্য জোসনা বানু, বেবী নাজনীন, আমিনা বিবি, সমাজসেবক আনিছুর রহমান, শামছুর রহমান ও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গ্রাম পুলিশ সদস্যরা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম বলেন, এ বাজেটে ইউনিয়নের রস্তাঘাট, কালভার্ট ও ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন, ক্রীড়া ও সেবামূলক কাজে গুরুত্ব দেওয়া হয়েছে।