সৈয়দপুরে চোখের অপারেশনের জন্য নগদ আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান

নীলফামারীর সৈয়দপুরে এপেক্স ক্লাবের উদ্যোগে সার্ভিস প্রোগ্রামের আওতায় এক অস্বচ্ছল ব্যক্তির চোখের অপারেশনের জন্য নগদ আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১০ জুন) সন্ধ্যায় গুডওয়েল এডু টেক বিডি ডট এপেক্স ক্লাব অব গোল্ডেন জুবলী ইউ/সি এর সহায়তায় শহরের পুরাতন বাবুপাড়াস্থ ইন্টারন্যাশনাল স্কুল চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে ওই সহায়তা দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান।
এপেক্স ক্লাব অব সৈয়দপুর এর প্রেসিডেন্ট কুতুব উদ্দিন আলো’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট এপেক্সিয়ান অধ্যক্ষ মো. সাবাহাত আলী সাব্বু, সেক্রেটারী এপে: নুরুল আমিন, চার্টার প্রেসিডেন্ট ও পিডিজি এপে: এস.এম মিথুন কার্নায়েল, পিপি এপে: নুর ইসলাম, প্রাক্তন সেক্রেটারী এপে. রমি আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ওই ব্যক্তির চোখের অপারেশনের জন্য নগদ ত্রিশ হাজার টাকা অর্থ সহায়তা দেয়া হয়েছে। এছাড়াও তাঁর পুরো পরিবারের জন্য এক মাসের খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এ সব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ৫০ কেজি, আটা ৩৫ কেজি, ডাল ১০ কেজি, তেল ১০ লিটার, চিনি পাঁচ কেজি, মুড়ি দুই কেজি, টোষ্ট বিস্কুট দুই কেজি, গোসলের সাবান চারটি, ডিটারজেন্ট পাউডার দুই কেজি, চিড়া দুই কেজি, সরিষার তেল এক কেজি, ছোলা আড়াই কেজি, শেম্পু ২৮পিস, পোলাও চাল চার কেজি, চা পাতা এক কেজি, গুড়ো দুধ দুই কেজি, লাচ্ছা সেমাই এক কেজি, আলু ২০ কেজি, পিঁয়াজ ১০ কেজি, রসুন তিন কেজি, আদা এক কেজি এবং ডিম ৩০ পিস।