সৈয়দপুরে প্লাষ্টিক দূষণ সচেতনতা কার্যক্রমের উদ্বোধন

নীলফামারীর সৈয়দপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ উন্নয়ন ও প্লাষ্টিক দূষণ রোধে সচেতনতা কার্যক্রম -২০২৩ শুরু হয়েছে। “সবাই মিলে করি পণ,বন্ধ হবে প্লাষ্টিক দূষণ” ম্লোগানকে সামনে রেখে এ সচেতনতা কার্যক্রম গ্রহন করা হয়। গতকাল সোমবার (১২ জুন) বিকেল সাড়ে চারটা শহরের পূবালী স্কাউটস্ বিজ্ঞান ক্লাবের উদ্যোগে ওই সচেতনতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভূষণ।
পূবালী স্কাউটস্ বিজ্ঞান ক্লাবের সভাপতি ও সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও যুগ্ম- সম্পাদক নজরুল ইসলাম বুলবুল।
পরে অতিথিরা পূবালী স্কাউটস্ বিজ্ঞান ক্লাবের নিজস্ব চত্বরে বনজ গাছের চারা রোপন করে সচেনতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। একই অনুষ্ঠানে পূবালী স্কাউটস্ পাঠাগারে বই পড়ে ও বই সংগ্রহে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পাঁচজনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও ফয়সাল রায়হান তাদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেন।
এছাড়াও সংগঠনের শ্রেষ্ঠ কাপ, শ্রেষ্ঠ বয়স্কাউট এবং শ্রেষ্ঠ রোভার স্কাউটকে পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানের শেষে প্রধান ও বিশেষ অতিথিকে সংগঠনের পক্ষ থেকে একটি করে ক্রেস্ট প্রদান করা হয়। সংগঠনের সভাপতি ও সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী অতিথিদের হাতে ওই ক্রেস্ট তুলে দেন। পূবালী স্কাউটস্ বিজ্ঞান ক্লাবের সদস্য আবু জাবেদ লাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা, সম্পাদক এমকে কাইয়ুমসহ সকল সদস্য, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।