শিবগঞ্জে মোকামতলাকে হারিয়ে কিচক দ্বিতীয় রাউন্ডে

বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) সোমবার বিকালে শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৩য় দিনের খেলায় কিচক ইউনিয়ন পরিষদ একাদশ একক প্রধান্য বিস্তার করে প্রথম আর্ধে ১৫ মিনিটের মাথায় ৯নং জার্সি ধারি খেলোয়ার গোল করে দল এগিয়ে নেন। এর ১৯ মিনিটে ৮নং জার্সি ধারি খেলোয়ার সানী একটি গোল করে ২-০ গোলে দলকে এগিয়ে নেন। মোকামতলা পর পর কয়েকটি গোলের সুযোগ হাত ছাড়া করে। উত্তেজনাপূর্ণ খেলায় শেষ মুহুর্তে মোকামতলা একাদশের ১০নং খেলোয়ার সজিব পেলান্টির মাধ্যমে একটি গোল পরিশোধ করেন। ফলে খেলার ফলাফল কিচক ইউনিয়ন একাদশ ২-১ গোলে মোকামতলা ইউনিয়ন পরিষদ একাদশকে হারিয়ে ২য় রাউন্ডে উন্নীত হয়েছে। খেলায় শিবগঞ্জ কিচক ইউনয়িন পরিষদ একাদশের ৪নং জার্সি পরিহিত খেলোয়ার সাকিব অসাধারণ ক্রিড়া নৈপন্য প্রদর্শন করায় তাকে ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত করা হয়। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার প্রদান করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, আইসিটি কর্মকর্তা মাহফুজার রহমান নয়ন, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল আক্তার মিঠু, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন শিবলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহেল রানা মিন্টু।