সৈয়দপুরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

নীলফামারীর সৈয়দপুরে তিন দিনব্যাপী কৃষি মেলা-২০২৩ শুরু হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ওই মেলার আয়োজন করেছে। সোমবার (১২ জুন) বেলা ১১টায় সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী ফয়সাল রায়হানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম।
এতে স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভুষণ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. সালাহউদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের কৃষক অমল চন্দ্র দাস প্রমুখ।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মমতা সাহা, উপজেলা প্রকৌশলী এমএম আলী রেজা রাজু উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিসিআইসি’র সার পরিবেশক ও বিপুল সংখ্যক কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
মেলায় ১২টি স্টল স্থান পেয়েছে। আগামী ১৪ জুন সমাপণী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী মেলার পরিসমাপ্তি ঘটবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।