বোরো ধান রক্ষার্থে সাপাহারে বিলে বাঁধ দেওয়ার আবেদন

নওগাঁর সাপাহারে নিজের রেকর্ডকৃত বোরো ধান চাষের জমিতে বাঁধ দেওয়ার জন্য আবেদন করেছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে একটি লিখিত আবেদন দায়ের করেছেন ভুক্তভোগী ৮জন।
আবেদন সূত্রে জানা যায়, উপজেলার করমুডাঙা বলদিয়াঘাট গ্রামের এমাজউদ্দীন, ইসরাইল, আব্দুল খালেক ও আব্দুস সামাদের নামে প্রায় ৪০/৫০ বিঘা জমি ১৯৮০ সালে কবুলিয়ত রেজিষ্ট্রি হয়। সেই মূলে আবেদনকারীরা দাদা ও বাবার রেকর্ড মূলে জমি ভোগদখল করে আসছে। জমিগুলো পানি সংরক্ষণের কারনে পানির নিচে তলিয়ে যায়। এরই ধারাবাহিকতায় বিলের আংশিক জমি ভরাট করে জমি গুলো আবাদযোগ্য করা প্রয়োজন। বিল এলাকায় বাঁধ না দিলে বোরো ধান চাষের অযোগ্য হয়ে পড়বে জমিগুলো। যার ফলে জমির নিকটবর্তী বিলে আংশিক বাঁধ দিলে বোরোধান চাষ উপযোগী হতে পারে। এমনটা দাবি তুলে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত আবেদন করেছেন উপজেলার করমুডাঙা এলাকার আনারুল,তরিকুল, দেলোয়ার, ইসরাইল,জালালউদ্দিন, শামসুল হক, হাবিবুর রহমান ও আব্দুল আলিম।
এবিষয়ে জানতে চেয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।