পার্বতীপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরে বিভিন্ন ফসলের চাষাবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপকারভোগী উপজেলার ৫ ইউনিয়নের ১১'শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রথম ধাপে ৫ শ' জনের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
পার্বতীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ও উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হুসাইন এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, দিনাজপুর-৫ এবং সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক চেয়ারম্যান, উপজেলা পরিষদ ও সভাপতি উপজেলা আওয়ামীলীগ, মোঃ আমজাদ হোসেন মেয়র পার্বতীপুর পৌরসভা ও সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামীলীগ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমেনিন মোমীন ও রুকশানা বারী রুকু মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ।