শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী

বগুড়ার শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ এর শেষ দিনে সেমিনার,পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়েছে।
মঙ্গলবার বেলা ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা।উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. মোতারব হোসেন সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আরিফুর রহমান, ডাঃ হোসাইন মোহাম্মদ রাকিবুর রহমান,উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমাম হোসেন সহ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যবৃন্দ।
এর আগে গত ৭ জুন 'মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ এ প্রতিপাদ্য নিয়ে সাতদিন ব্যাপী পুষ্টি সপ্তাহ কর্মসূচী উদ্বোধন করা হয়। কর্মসূচীতে কিশোর-কিশোরীদের পুষ্টি বিষয়ক সেমিনার,চিত্রাংকন, বক্তৃতা, পুষ্টিকর খাবার বিতরণ, মাতৃ পুষ্টি বিষয়ক মা সমাবেশ ও আলোচনা,বিশেষ পুষ্টি বার্তা প্রদান, পুরস্কার বিতরণ সহ উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি পালন করা হয়।