শিবগঞ্জে রায়নগর বিহার পৌরসভা ও কিচক সেমি ফাইনালে

বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) মঙ্গলবার বিকালে শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৪র্থ দিনে ৩টি খেলা অনুষ্ঠিত হয়। ১ম খেলায় রায়নগর ইউনিয়ন পরিষদ একাদশ একক প্রধান্য বিস্তার করে ২য় আর্ধের ৬ মিনিটে ৭নং জার্সি ধারি খেলোয়ার হাসান একমাত্র গোল করে দল এগিয়ে নেন। শেষ মুহুর্তে পর্যন্ত পিরব একাদশ টানটান উত্তেজনা মুহুর্ত পূর্ণ খেলায় কোন গোল করতে না পারায় ১-০ গোলে পরাজিত হয়। দিনের ২য় খেলায় কিচক ইউনিয়ন পরিষদ একাদশ খেলায় নিয়ম বর্হিভূত ভাবে বাধা প্রদান করায় পেলান্টি পেয়ে ১-০ গোলে বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষ কে পরাজিত করে। ৩য় খেলায় মাঝিহট্ট ইউনিয়ন পরিষদ একাদশ খেলায় অংশ গ্রহণ না করায় শিবগঞ্জ পৌরসভা একাদশ ওয়ার্ক ওভার পেয়ে সেমি ফাইনালে উন্নত হয়। খেলাটি পরিচালনা করেন রেফারি ফজলে রাব্বী, সহকারি রেফারি কবির ও নয়ন। খেলায় শিবগঞ্জ রায়নগর ইউনিয়ন পরিষদ একাদশের ৭নং জার্সি পরিহিত খেলোয়ার হাসান এবং কিচক ইউনিয়ন পরিষদ একাদশের ৬নং জার্সি পরিহিত খেলোয়ার রাকিব অসাধারণ ক্রিড়া নৈপন্য প্রদর্শন করায় তাকে ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত করা হয়। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার প্রদান করেন উপজেলা বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম চঞ্চল। এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার টিএম আব্দুল হামিদ, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার বেল্লাল হোসেন, ডা. আতিকুর রহমান, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল আক্তার মিঠু, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন শিবলী।